বরিশাল থেকে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক

১১৩

বরিশাল থেকে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বুধবার রাত ১২টা থেকে বরিশালের সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে মেয়র মহোদয় হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

You might also like