বর্তমানে ত্রাণ নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ নেই : ডা. এনামুর রহমান

১০৮

বর্তমানে ত্রাণ নিয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজরা দেশ ও সমাজের শত্রু। তাই এদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী করোনাভাইরাসের কারণে সাভার ও আশুলিয়ার শ্রমিকদের কাছ থেকে ৪০ শতাংশ কমে ৬০ শতাংশ ভাড়া নেয়ার জন্য বাড়িওয়ালাদের প্রতি আহবান জানান।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like