বর্তমান সরকার শিক্ষাকে আধুনিককায়ন করতে কাজ করছে : শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে আধুনিককায়ন করতে কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে কর্মমূখী শিক্ষার উপর বেশি গুরুত্ত্বারোপ করা হচ্ছে। তাই আগামীতে প্রত্যেক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি থেকেই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।
আজ (বৃহস্পতিবার) বিকেলে হাটহাজারী কাপ্তাই রোডস্থ চট্টগ্রাম লিজেন্ড স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণী চৌধুরীসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি