বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমে থাকা ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ভাই–বোনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি আসার আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ মিনহাজ (১২) ও তার বোন রুহি মণি (০৭)।
তারা সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিসের সন্তান। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোহাম্মদ ইদ্রিসের বসতঘরে আগুন লাগে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি ইদ্রিসের দুই শিশুসন্তান। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে যায় ইদ্রিসের ঘরটি।