বাঁশখালীতে ১১ বাহিনীর ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
দস্যুমুক্ত সুন্দরবনের অনুপ্রেরণায় চট্টগ্রামের বাঁশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে চট্টগ্রামের ১১টি বাহিনীর ৩৪ জলদস্যু।
দুপুরে, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে নিজেদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন এসব জলদস্যু।
এসময়, উপকূলীয় এলাকায় কোনো দস্যুকে আস্তানা গড়তে দেয়া হবে না বলে, হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় আরো বক্তব্য রাখেন, আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি