বাংলাদেশে আসছেন এমিলিয়ানো মার্তিনেজ!
এর আগে কলকাতা ঘুরে গেছেন পেলে, ম্যারাডোনা, লিওনেল মেসি, কাফু ও অলিভার কানের মতো কিংবদন্তি ফুটবলাররা। এবার তাদের তালিকায় যুক্ত হচ্ছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
জানা গেছে জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনি কলকাতা সফরে আসবেন। তাকে কলকাতায় নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার সঙ্গে অ্যাস্টন ভিলার মাঠে সাক্ষাত হয় মার্তিনেজের। এরপর আর্জেন্টাইন গোলরক্ষক তার কাছ থেকে কলকাতা ও ফুটবলের নানা গল্প শুনে সেখানে আসতে আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে আসারও। তার ইচ্ছাতেই গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজকে বাংলাদেশেও নিয়ে আসা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শতদ্রু দত্ত নিজে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে তিনি লিখেছেন, বাংলাদেশের জন্য এমি মার্তিনেজের আলাদা একটা টান রয়েছে। যেহেতু সেখানে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক রয়েছেন। সুতরাং আমি মার্তিনেজের জন্য একটা দিন ঢাকায় কাটানোর পরিকল্পনা করেছি। বাংলাদেশ, তুমি প্রস্তুত তো?
শতদ্রু আরও জানান, আগামী ৩ জুলাই একদিনের জন্য তিনি মার্তিনেজকে বাংলাদেশে নিয়ে আসবেন। ঢাকায় কোনো অনুষ্ঠানে মার্তিনেজ অংশ নেবেন কি? সে বিষয়ে শতদ্রু জানান, এটি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে মার্তিনেজ যাবেন কি না তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা খুব শীঘ্রই জানা যাবে।
ঢাকা থেকে আবার কলকাতায় যাবেন ৩০ বছর বয়সী মার্তিনেজ। সেখানে গিয়ে আগামী ৪ জুলাই সন্ধ্যায় যাবেন মোহনবাগান ক্লাবে। কলকাতা সফরে মার্তিনেজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।