বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩৫৭

মালয়েশিয়া থেকে বাংলাদেশে কর্মরত বাংলাদেশী দেশ-বিদেশে প্রচারিত বাংলাদেশি মিডিয়ার সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার ২০১৯-২০২০ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

রাজধানী কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে সকল সদস্যের মতামত ও নির্বাচনের ভিত্তিতে এটিএন বাংলার মালয়েশিয়া প্রতিনিধি এস এম রহমান পারভেজকে সভাপতি, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানকে সাধারণ সম্পাদক ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি শামছুজ্জামান নাঈমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

সভায় নবগঠিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকের পাশে দাঁড়ানোরসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দীর্ঘদিন থেকে কাজ করে যাবে এই সগঠন টি সেই সাথে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির শক্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

বিজয় টিভি/ নিউজ ডেস্ক

You might also like