বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য হলেন সুফি ফারুক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা পর্ষদের সরকার নিযুক্ত ৩ বছরের জন্য সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ কুষ্টিয়ার কৃতিসন্তান সুফি ফারুক, একাধারে তথ্য প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক পলিসি পরামর্শক ও দেশের প্রথম বেসরকারি খাতের আইসিটি ইনকিউবেটরের প্রতিষ্ঠাতা। সুফি ফারুক দীর্ঘ সময় দেশি-বিদেশী-বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তির দায়িত্বশীল পদে কাজ করেছেন।
২০১০ সালে মোবাইল ফোন কোম্পানি একটেল (বর্তমানে রবি)-এর তথ্য-প্রযুক্তি প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নিজস্ব প্রতিষ্ঠান তৈরিতে আত্মনিয়োগ করেন। পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি (কারিগরি ও কর্মমুখী শিক্ষা) এবং উদ্যোক্তা তৈরির সামাজিক আন্দোলনে যোগ দেন। প্রত্যক্ষভাবে গড়ে তোলেন কিছু সামাজিক ও সেবামুলক সংগঠন। প্রশিক্ষক, বক্তা ও প্যানেল আলোচক হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংগঠনের সদস্যতা ছাড়াও, কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার তৈরিতে কাজ করেছেন। তথ্য প্রযুক্তি, উদ্যোক্তা, মুক্তিযুদ্ধ বিষয়ে – রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকা, ব্লগ, ফেসবুক সহ গণমাধ্যমের সকল ক্ষেত্রে সক্রিয় রয়েছেন। সুফি ফারুক কুমারখালী উপজেলার, বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে, আওয়ামীলীগ পরিবারে জন্মগ্রহণ করেন।
বাবা মোহাম্মদ আবুবকর (পিন্টু) ও মাতা মেহেরুন্নিসা। বাবা জাসদ গণবাহিনীর দ্বারা নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার। মাতা মেহেরুন্নিসা পরবর্তীতে প্রতিকুল অবস্থায়, এই ভাসমান সংসারের শক্ত হাতে হাল ধরে, ৬ ভাই বোনকে সুশিক্ষায় শিক্ষিত করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন।
এক নজরে সুফি ফারুক সমপর্কে; অর্জন: • মাত্র ২৮ বছর বয়সের প্রথম বাঙ্গালী হিসেবে একটি বহুজাতিক মোবাইল টেলিফোন কোম্পানির তথ্য প্রযুক্তি প্রধানের দায়িত্ব গ্রহণ করে। • ২০০৮ সালে তার লেখা বই, আই এসপি সেটআপ ম্যানুয়াল প্রকাশিত হয় (ইংরেজি ভাষায় তথ্য প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত সকল বইএর মধ্যে সর্বাধিক বিক্রীত বই)। • ২০১০ সাল থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ (কনটেন্ট ব্যবস্থাপনা, ইন্টারনেট সার্ভিস, তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিষয়ে) • প্রশিক্ষক, বক্তা ও প্যানেল আলোচক হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ।
এর মধ্যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (স্যানোগ) এর বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মুম্বাই এর কনফারেন্স, কম্পিউটার এসোসিয়েটস এর ভারতের গোয়ায় অনুষ্ঠিত কনফারেন্স, হুয়াওই টেকনোলোজির মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীনে অনুষ্ঠিত কনফারেন্স, টেলিকম মালয়েশিয়া ও মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আইপি কর্মশালা অন্যতম । • নিজ উদ্যোগের বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৬,০০০ মানুষ কে সেবা। •বিভিন্ন খাতে নেয়া ২২ উদ্যোগ আর্থিক ও সামাজিক ভাবে সফল ও চলমান রয়েছে। • বাংলাদেশ আওয়ামীলীগের বিগত ৩ টি নির্বাচন ও বিশেষ সংকটকালিন সময়ে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট উদ্ভাবনি সমাধান দিয়ে প্রসংশিত। • বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন প্রশিক্ষনে “তথ্য প্রযুক্তি” ও “সামাজিক গণমাধ্যম” বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষন।
• ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনলাইন প্রচারণায় পরিকল্পিত ভাবে কাজ করার সুযোগ ।আওয়ামীলীগের রিসার্চ প্রতিষ্ঠান CRI এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত । সামাজি গণমাধ্যমে সুফি ফারুকের গ্রহনকরা উদ্যোগগুলো প্রসংশিত হয়েছে ।
`কাউন্সিল উপলক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার উপরে “বিশ্বসভায় শেখ হাসিনা” শীর্ষক একটি ডকুমেন্টরি নির্মাণ যা বিভিন্ন সামাজিক গণমাধ্যম চ্যানেলে প্রায় ১১ লক্ষ ২০ হাজার মানুষ দেখেছে। বিএনপি-জামাতের মানুষ পোড়ানোর সহিংসতার সময় “থামাও সহিংসতা” নামে বৃহৎ ফেসবুক ক্যাম্পেইন ।
বাংলাদেশ আওয়ামীলীগের জন্য জনসম্পৃক্ততা ব্যববস্থাপনা সফটওয়ার তৈরিতে প্রধান স্থপতি হিসেবে কাজ করার সুযোগ ও দলের মোবাইল এপস তৈরির দলের সদস্য হিসেবে অংশগ্রহনের সুযোগ। সাধারণ শিক্ষা ও আন্তর্জাতিক সার্টিফিকেশন
• কম্পিউটার এপ্লিকেশন এ স্নাতোকোত্তর। • ই-টেকনোলোজি নেটওয়ার্ক সেন্টারর্ড কম্পিউটিং এ স্নাতোকোত্তর ডিপ্লোমা। • মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল। • সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক প্রফেশনাল। • আইটিআইএল ৩ সার্টিফায়েড। • সার্টিফায়েড সিকিউরিটি এসেসর। • সার্টিফায়েড ডেটা সেন্টার প্রফেশনাল। বর্তমান সকল প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা • সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ। সদস্য, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কুষ্টিয়া জেলা শাখা। • পরিচালক ও অধ্যক্ষ, কামরুল ইসলাম সিদ্দিক ইন্সটিটিউট। • উপদেষ্টা, বিজয় টিভি লিমিটেড। • পরিচালক, স্পেশালাইজড্ মেডিক্যাল ইন্সটিটিউট। • প্রমুখ, গুরুকুল পরিবার। • প্রধান নির্বাহী, এসএনএ কনসাল্টেন্সি সার্ভিসেস। • সভাপতি, প্রযুক্তিতে বাংলাদেশ। • ট্রাস্টি, সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। • সভাপতি, আইটি ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইটিম্যাব) • প্রধান নির্বাহী, গুরুকুল অনলাইন লার্নিং (GOL)। • প্রধান নির্বাহী, গুরুকুল কানেক্ট। • প্রধান নির্বাহী, গুরুকুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। • প্রতিষ্টাতা, গুরুকুল নার্সিং কুষ্টিয়া। • প্রতিষ্টাতা, স্পেশালাইজড ম্যাটস কুষ্টিয়া। • প্রতিষ্টাতা,
নিউজ ডেস্ক / বিজয় টিভি