বাংলাদেশ পুলিশ প্রশাসনকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে খাটো করা যাবে না : ডেপুটি স্পিকার
বাংলাদেশ পুলিশ প্রশাসনকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে খাটো করা যাবে না উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশে গত কয়েক বছরে যত সম্যসা এসেছে, সেসব সমাধানে পুলিশের ভূমিকা ছিল অপরিসীম।
আজ (রবিবার) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও স্থানীয় মিলারদের কাছ থেকে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, দেশের এ পরিস্থিতিতে সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এজন্য তিনি তাদেরকেও ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি