বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইসিই ভবনে দুই দিনব্যাপী রোবো কার্নিভাল-২০১৯ শুরু

৪৩৭

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের রোবোটিক্স আগ্রহীদের একত্রিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইসিই ভবনে দুই দিনব্যাপী রোবো কার্নিভাল-২০১৯ শুরু হয়েছে আজ।

বিকন পাওয়ার সিস্টেমস লিমিটেড নিবেদিত বুয়েট রোবোটিক্স সোসাইটির টানা তৃতীয়বারের মতো আয়োজিত কার্নিভালে সারাদেশের ২০টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ৮০০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে।

সুপার ক্যাবলের চেয়ারম্যান পান্না চান দুগার উক্ত কার্নিভাল পরিদর্শন শেষে রোবোটিক্সদের উৎসাহ প্রদান করেন ও আগামী দিনে এই মেধা ব্যবহার করে বাংলাদেশ যেন আরো অনেক দূও এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like