বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, এক সময় উন্নয়ন হতো ঢাকা কেন্দ্রিক আর এখন উন্নয়ন হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত।
আজ (বুধবার) সকালে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।
এ সময় তিনি আন্তঃজেলা সীমানা বিরোধ নিরসন প্রসঙ্গে এর স্থায়ী সামাধানের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং সন্দ্বীপের উদ্বাস্তু মানুষের জন্য নতুন মডেলের একটি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করা হবে বলে জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান, ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি সেলিমসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি