বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল
রশিদ খান ও মোহাম্মদ নবীকে ছাড়াই সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।
শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। দলটি আজ দুপুরে সিলেটে পৌঁছাবে কন্ডিশনিং ক্যাম্পের জন্য। সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে তারা যাবে চট্টগ্রামে।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির লড়াই শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। আর দুই টি-টোয়েন্টি হবে ঢাকায়।
এদিকে দলের সঙ্গে না এলেও রশিদ ও নবী ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।