বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অবৈধ দোকানে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের-গাড়ি ভাঙচুর
নগরীর বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অবৈধ ভাসমান দোকানে সোমবার বিকেলে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ীসহ পুলিশ ও সিটি কর্পোরেশনের ছয়টি গাড়ি ভাঙচুর করেন ভাসমান দোকানদাররা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ছয়জনকে আটক করেছে। এর মধ্যে তিনজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলা হলেও আজও উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি