বাংলা গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালায় বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে নগরীর ডিসি হিলে

১৪৬

বাংলা গান, নাচ, আবৃত্তি, নাটক, কথামালায় বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে নগরীর ডিসি হিলে।

রোববার সূর্যোদয়ের সময় শ্রুতি অঙ্গনের ভৈরবী রাগে ধ্রুপদ পরিবেশনায়  ‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব সবার যোগে জয়যুক্ত হোক’ শ্লোগানে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডিসি হিলে ঢল নামে মানুষের। এবার নগর পুলিশের উদ্যোগে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানে আসা দর্শকদের দেওয়া হয়েছে বিশুদ্ধ পানি ও হাতপাখা। বিনামূল্যে বিতরণ করা হয়েছে গ্ল্যাক্সোজডি শরবত।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like