বাউফলে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন

৮৫

পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত একই পরিবারের ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সকালে তাদের ছাড়পত্র দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও ১৪ দিনের খাবার প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, গত ২১ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ২৩ এপ্রিল তাদের করোনা ভাইরাস সনাক্ত হয়।

পরবর্তীতে পরপর দুবার তাদের নমুনায় করোনা নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দিয়ে আজ বাড়িতে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like