বাজিমাত করেছেন এ আর রহমান ও কৃতী শ্যাননের ‘পরম সুন্দরী’
‘মিমি’ ছবির গান ‘পরম সুন্দরী’ টাইটেলটির কথা বলছি। শ্রেয়া ঘোষালের গাওয়া এ আইটেম গানেই এখন মেতেছে এ আর রহমানের ভক্তরা। বাজিমাত করেছে ‘পরম সুন্দরীর’ সুফি ঘরানার পপ টিউনে।
ইউটিউবে কমেন্টও ছাড়িয়েছে লাখের ঘর। এ গানের ফাঁকে ফাঁকে আলাদা ‘একটা কিছু’ আছে। এ কারণে দৃশ্যায়নেও আছে সুফিবাদের ছোঁয়া।
শুধু তাই নয়। আইটেম গানের দর্শক-শ্রোতারাও কৃতী শ্যাননের ড্যান্স মুভ থেকে চোখ সরাতে পারবেন না সহজে। আবার আইটেম গানের কথা শুনলেই যারা মুখ বাঁকিয়ে কানে হাত দিতেন, তারাও গুন গুন করছেন ‘রোমিও রোমিও’ বলে।
অপেক্ষা এখন ‘মিমি’র বাকি গানগুলোর। ইউটিউবের গ্লোবাল কাউন্টারে উঠে এসেছে এক নম্বরে মিউজিক ভিডিও ‘পরম সুন্দরী’! কয়েক ঘণ্টায় মিউজিক ভিডিওটি পেয়েছে দেড় কোটি ভিউ।
মিউজিক ভিডিওটি দিনের ব্যবধানে ছাড়িয়ে গেছে তিন কোটির ঘর! দারুণ বাজিমাত করেছে ভিডিওটি। অন্তর্জালে বেশ সারা ফেলেছে মিউজিক ভিডিওটি।