বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে- জাতীয় রাজস্ব বোর্ড
এবারের বাজেট বিনিয়োগ বান্ধব ও ব্যবসাবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ।
সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন ও কাষ্টম হাউস পরিদর্শন শেষে গনমাধ্যম কর্মিদের সাথে প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে যাতে বিনিয়োগ বেশী হয় সে জন্য পণ্যে ডিউটি এডজাস্ট করা হয়েছে। কোনকোন ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে বলেো মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি