বান্দরবানের থানচিতে র‌্যাবের অভিযানে ৫ জঙ্গি আটক

বান্দরবানের থানচিতে র‌্যাবের অভিযানে ৫ জঙ্গিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটায় থানচি উপজেলার তমা তুঙ্গীতে র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেনের নেতৃত্বে এই বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

খুরশিদ হোসেন জানান, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় র‌্যাবের চলমান অভিযানে ৩ নং থানচি সদর ইউপি’র সীমান্ত সড়কের ২৪ কিলো নামক স্থানের রেমাক্রী খালের পার্শ্ববর্তী পাহাড় থেকে ৫ জন নব্য সৃষ্ট জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়া জঙ্গী সংঘটনের সদস্যকে আটক করা হয়েছে।

এছাড়াও অভিযান চলাকালীন র‌্যাবের ৮/৯ জন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। আহতরা সেনা ক্যাম্পে চিকিৎসাধীন রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত র‍্যাবের উক্ত অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

উল্লেখ্য যে, গত ১৩ ই অক্টোবর ২০২২ তারিখে থেকে র‌্যাবের চলমান অভিযানে রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলা হতে ৩৮ জন জঙ্গী সদস্য, ১৪ জন কেএনএফ সন্ত্রাসী সদস্য এবং আজকে আটককৃত ৫ জন জঙ্গিসহ সর্বমোট ৫৭ জনকে আটক করতে সক্ষম হয়েছে বলে অবহিত করেন।

এসময় র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন এবং র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন ।