বান্দরবানে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি

৯২

করোনাকে কেন্দ্র করে পর্যটন শহর বান্দরবানে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানান বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাব কমাতে সরকার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

কিন্তু এর মধ্যে কিছু কিছু অতি উৎসাহী পরিবারের লোকজন দেশের বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, বান্দরবানে এক চীনা নাগরিকসহ একই পরিবারের ৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে বর্তমানে বান্দরবানের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like