বান্দরবানে পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

৯২

পৌরসভা নির্বাচনে সরগরম এখন বান্দরবান। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌরসভার নয়টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার।

ভোটারদের দ্বারে-দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের আত্মীয়-স্বজনসহ কর্মী-সমর্থকেরা। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

You might also like