বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি, সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলার সাথে বন্ধ রয়েছে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা।
সাঙ্গু নদীতে উজানের পানি বৃদ্ধি পেয়ে শহরের আর্মিপাড়া, ইসলামপুর, উজানীপাড়া, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চরম দূর্ভোগে রয়েছে এসব এলাকার মানুষ। বন্যা ও দূর্যোগে যেকোন ঝুকি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। জেলায় ১২৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি