বান্দরবান আদালত ভবনে কনফারেন্স হলসহ ৪টি প্রকল্পের উদ্বোধন

১৩৮

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত ভবনে কনফারেন্স হলসহ ৪টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ (শনিবার) সকালে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়, পাার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করে। উদ্বোধনী অনুষ্ঠানে, জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like