বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’

১৬৫

এবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অসহায় মানুষের জন্য ‘এক মিনিটের বাজারে’র আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (রবিবার) সকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়ার নির্দেশে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক এ উদ্যোগ নেয়া হয়।

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহীদুল এমরান বলেন, এক মিনিটের বাজার হলেও সেনাবাহিনীর সম্পূর্ণ সেবাধর্মী উদ্যোগ এটি। এ কার্যক্রমের ফলে যে সকল প্রান্তিক কৃষক সবজি বিক্রি করতে পারছেন না, তারা সেনাবাহিনীর কাছে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন। আন্যদিকে, দুস্থ ও নিম্নআয়ের মানুষগুলো বিনামূল্যে দ্রব্যসামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like