বান্দরবান সদর উপজেলায় বোমা বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত

১৪৩

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বোমা বিস্ফোরণে জাহিদুল ও নিপুন চাকমা নামে ২ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত  হয়েছে আরো ১০ জন।

শুক্রবার ইউনিয়নের আমতলীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের একটি টিম আমতলী এলাকায় ফায়ারিং রেঞ্জে ভারি অস্ত্রের ফায়ারিং টেস্ট করার জন্য আসে। শনিবার বিকেলে ওই এলাকায় তাদের ফায়ারিং করার কথা। তাই তারা আশপাশের জঙ্গল পরিস্কার করছিল। এমন সময় পরিত্যক্ত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদুল এবং ঢাকা সিএমএইচে নেয়ার পথে মারা যান নিপুন। বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like