বাবা হারালেন অভিনেতা অপূর্ব
ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বাবা আর নেই। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার নাম মো. ওমর ফারুক। মৃত্যুর খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
এদিন বেলা ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাবার মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, ‘তার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই তার বাবার জন্য দোয়া করার অনুরোধ করেন।’
এদিকে অপূর্বর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপুও। তিনি জানান, শুক্রবার শুটিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন অপূর্ব। পথিমধ্যে বাবার মৃত্যুর খবর পেয়ে ফিরে যান বাসায়।
জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। দেশ বিদেশের অনেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। অবশেষে হার মেনেছেন এই মরণব্যাধির কাছে। চলে গেলেন না ফেরার দেশে।
এরআগে, ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।