বাম জোটের হরতালে জনগনের সমর্থন নেই-ওবায়দুল কাদের

১১৪

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে জনগনের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, হরতাল এখন গণআন্দোলনের হাতিয়ার নয়। বিএনপির আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন করার সামর্খ্য নেই। কোন কিছু বিরুদ্ধে গেলেই তারা আইন মানে না, আদালত মানে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত করাই আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।এছাড়া, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেো জানান আোয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like