বাসচাপায় নানী-নাতনি নিহত, আহত ৮ সেনাসদস্য

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় নানী ও নাতনী নিহত হয়েছে। নিহতরা হলেন, গফরগাঁওয়ের কৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মর্তুজা বেগম (৬৫) ও তার নাতনি জান্নাত (৩)। এ সময় একই এলাকায় সেনাবাহিনীর গাড়ি উল্টে আহত হয়েছেন ৮ সেনাসদস্য।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় নানী মর্তুজা বেগম তার নাতনি জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় মহাসড়কে মরদেহ দেখে একটি বাস থামলে, পেছন থেকে সেনাবাহিনীর একটি গাড়ি সাইড নিয়ে চলে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা সেনাবাহিনীর ৮ সদস্য আহত হয়। আহত সেনাসদস্যদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।

You might also like