বাসচাপায় নিহত দুই শিক্ষর্থীর পরিবারকে সান্তনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

৩৮০

বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমের পরিবারকে সান্তনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শোকাহত স্বজনরা সাক্ষাৎ করতে গেলে দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সান্তনা দেন শেখ হাসিনা।

এ সময় তিনি দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দেন।

গেলো রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ওই দুই শিক্ষার্থীর মৃত্যুর হয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like