বাসায় গিয়ে কুপিয়ে হত্যা
খুলনার পাইকগাছা উপজেলায় সুখেন হালদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার খড়িয়া গ্রামের একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, সুখেন হালদার রাতে তার মালিকানাধীন ৫ বিঘা একটি চিংড়ি ঘেরের বাসায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।