‘বাহুবলি’ পরিচালকের নতুন ছবিতে এবার আলিয়া
হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় লীলা বানশালি তৈরি করেছেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন আলিয়া ভাট। এই ছবির মাধ্যমেই অন্য এক আলিয়া ভাটকে পেয়েছেন সিনেপ্রেমীরা।
ছবিটির প্রচারণায় ব্যস্ত আলিয়া ভাট। মুক্তির এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে এসেছে ছবিটি। এরইমধ্যে বিগ বাজেটের ‘আরআরআর’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া।
বিগ বাজেটের ‘আরআরআর’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। ছবিতে আলিয়া আসবেন অতিথি হিসেবে। তবে এবার একই পরিচালকের নতুন ছবিতে দেখা যাবে তাকে।
‘আরআরআর’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি করোনা ধাক্কায় মুক্তি বারবার পিছিয়েছে। এবার চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
এবার আলিয়াকে প্রধান চরিত্রেই ভাবছেন পরিচালক। নির্মাতা ও তার বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ মিলে সিনেমার চিত্রনাট্য লিখছেন। জঙ্গল সাফারির ওপর এর কাহিনি। জঙ্গলের বিশেষ অভিযান নিয়েই এর গল্প এগোবে।
সবকিছু ঠিক থাকলে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে প্রথমবার দেখা যাবে আলিয়া ভাটকে। সব মিলিয়ে বেশ দারুণ সময় পার করছেন আলিয়া। বলতে গেলে বৃহস্পতির তুঙ্গে এখন এই নায়িকার ক্যারিয়ার।