বাড়ির পাশের খালে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর মাহি নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগাপাড়ায় বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ পাওয়া যায়। মাহি ওই এলাকার জাহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিশু মাহি বাড়ির বাইরে খেলতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈয়েদ নুর-ই-আলম বলেন, নিখোঁজের একদিন পর শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পরিবারের ধারণা খালের পানিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

You might also like