বায়ুদূষণের শীর্ষে গাজীপুর

৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে, এরপরের অবস্থানে আছে ঢাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বায়ু দূষণ গবেষণা প্রকাশ ও সংকট সমাধানের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সকালে জাতীয় প্রেসক্লাবে স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগ দেশের-বিভাগীয়, উপকূলীয় অঞ্চল, জেলা ভিত্তিক গবেষণা করে বায়ু দূষণ সমীক্ষা ২০২১ প্রতিবেদন প্রকাশ করে। সারাদেশে ৩ হাজার ১শ ৬৩টি স্থানে গড়ে অতি ক্ষুদ্র বস্তুকণা ছিল প্রতি ঘনমিটারে ১শ দুই দশমিক ৪১ মাইক্রোগ্রাম যা প্রতিদিন এর আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রামের চেয়ে প্রায় ১ দশমিক ৫৭ গুণ বেশি।

তুলনামূলক কম দূষণ ছিল গ্রামীণ এলাকায়, যার মান ছিল প্রতি ঘনমিটারে ৯৪.০২ মাইক্রোগ্রাম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার।

You might also like