বায়ুদূষণের শীর্ষে গাজীপুর
৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে, এরপরের অবস্থানে আছে ঢাকা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বায়ু দূষণ গবেষণা প্রকাশ ও সংকট সমাধানের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগ দেশের-বিভাগীয়, উপকূলীয় অঞ্চল, জেলা ভিত্তিক গবেষণা করে বায়ু দূষণ সমীক্ষা ২০২১ প্রতিবেদন প্রকাশ করে। সারাদেশে ৩ হাজার ১শ ৬৩টি স্থানে গড়ে অতি ক্ষুদ্র বস্তুকণা ছিল প্রতি ঘনমিটারে ১শ দুই দশমিক ৪১ মাইক্রোগ্রাম যা প্রতিদিন এর আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রামের চেয়ে প্রায় ১ দশমিক ৫৭ গুণ বেশি।
তুলনামূলক কম দূষণ ছিল গ্রামীণ এলাকায়, যার মান ছিল প্রতি ঘনমিটারে ৯৪.০২ মাইক্রোগ্রাম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার।