বায়েজিদ বোস্তামী থানায় পাহাড় কাটা মামলায় অভিযোগ গঠন

১৪৩

চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় পাহাড় কাটা মামলায় ৯ আসামির বিরদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন করা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুন মাসে ওই এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা পাহাড় কেটে ঘর নির্মাণের চেষ্টা করে। এরপর ২৬ জুন বায়েজিদ থানার এএসআই নুর মোহাম্মদ শাহাদাত বাদী হয়ে ৯ জনকে আসামি করে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। চলতি মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like