বিএনপির কাল্পনিক অভিযোগের কোনো অর্থ নেই : চসিক মেয়র
বিএনপির অভিযোগ প্রসঙ্গে আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনী কিছু আচরণবিধি রয়েছে। আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় সবাই অংশ নেবেন । বিএনপি যদি কোথাও এজেন্ট নিয়োগ না দিয়ে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ করেন তবে তার কোনো অর্থ হতে পারে না।
আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি