বিএনপির রাজনীতি সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে: মাহবুবুল উল আলম হানিফ

১৩২

বিএনপির রাজনীতি জনগনের জন্য নয়, তাদের রাজনীতি সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘিরে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ। বুধবার সদ্য প্রয়াত বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের স্মরনসভায় তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, বিএনপির উচিত দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে বয়কট করা। এসময় প্রয়াত মমতাজ উদ্দিনের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অগ্রপথিক মমতাজ উদ্দিন বগুড়ায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like