বিএনপি অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না : হানিফ
বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারা অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।
রোববার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির নতুন ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি ছাড়া আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, আরো অনেক দল রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনদল অংশ না নিলেও নির্বাচন প্রক্রিয়া বন্ধ হবে না।
মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার গত ৫০ বছরে অনেক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্ত তারা কেউ নির্বাচন কমিশন গঠন আইন করেনি।
তিনি বলেন, বিএনপির নির্বাচন কমিশন নিয়ে কথা বলার কোন নৈতিক অধিকার নেই। কারণ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কিভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন তা দেশের মানুষ জানে? আবার আইন মন্ত্রী যখন সংসদে নির্বাচন কমিশন আইন উপস্থাপন করলো তখন তারা আবার বললো কি দরকার ছিল তড়িঘড়ি করে নির্বাচন কমিশন আইন গঠন করার। এর মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে, বিএনপি সব সময় ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে।