বিএনপি ক্ষমতায় আসলে আ’লীগের অস্তিত্ব থাকবে না: আনিসুল হক

৩৭৭

বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামীলীগের কোন অস্তিত্বই থাকবে না বলে মন্তুব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার আখাউড়া উপজেলার নাছরীন নবী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের আদর্শ কে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পাকিস্থানের আদর্শকে।

জনসভায় আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল,সহ অনেকে। সমাবেশে আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like