বিএফডিসিতে মদ্যপ অবস্থায় প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

১৪৫

রোবার রাত ৮ টার দিকে মদ্যপ অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ভেতরের ৮ নম্বর ভবনের দ্বিতীয় তলা থেকে  থেকে পড়ে আবু সিদ্দিক নামের এক প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু হয়েছে।

৫০ বছর বয়সী আবু সিদ্দিক শরীয়তপুর নড়িয়া উপজেলার দুলাল বেপারির ছেলে। তিনি রাজধানির কাঁঠাল বাগান এলাকায় স্ত্রী কাজল ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন তার শ্যালিকা লাকি।

তিনি জানান, ‘রবিবার রাত ৮টার দিকে আবু সিদ্দিক ভবন থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ বক্সের এএসআই বাবুল মিয়া জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like