বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

৯২

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুলাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, নিহত দুলাল চোরাকারবারী সিন্ডিকেটের সদস্য। রোববার রাত আড়াইটার দিকে দুলালসহ কয়েকজন কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে দুলাল নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা দুলালের মরদেহ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের শুখদেবপুর ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ’র সাথে বিজিবির পতাকা বৈঠকের কথা রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like