বিজিএমইএ করোনা আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতালের উদ্বোধন

১৮৬

চট্টগ্রামের সল্টগোলা এলাকায় ৫০ শয্যার বিজিএমইএ করোনা আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বর্তমান পরিস্থিতির কারণে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

সভাপতিত্ব করেন, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মো. আবদুস সালাম। করোনা সংকট মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, বিজিএমইএ হাসপাতালকে কোভিড-১৯ আইসোলেশন সেন্টার ও ফিল্ড হাসপাতাল হিসেবে রূপান্তর করা হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like