স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমন অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি–ভিডিও ব্যাকআপ নিলে চার্জ কমে যাওয়াটা অনেকেই টের পান। এবার সেই সমস্যার সমাধানেই নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। সম্প্রতি গুগল ফটোস অ্যাপের একটি পরীক্ষামূলক সংস্করণ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে “অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ” নামে একটি নতুন সেটিং যুক্ত করার প্রস্তুতি চলছে। এই ফিচার চালু হলে ফোনের ব্যাটারি সাশ্রয়ে ব্যাকআপের ধরন বদলে যাবে।
এখন গুগল ফটোস প্রায় সঙ্গে সঙ্গেই নতুন ছবি বা ভিডিও ব্যাকআপ নেওয়ার চেষ্টা করে। নতুন সেটিং চালু থাকলে—
অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে কম ঘন ঘন ব্যাকআপ নেবে
আপনি অ্যাপ ব্যবহার না করলে ব্যাকআপের গতি কমে যাবে
ব্যাটারি বাঁচাতে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কমানো হবে
সহজ কথায়, ছবি তোলার পর সঙ্গে সঙ্গে ক্লাউডে না গেলেও পরে সুযোগ বুঝে ব্যাকআপ হবে।
এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা কিছু পার্থক্য লক্ষ্য করতে পারেন—
দিনের বেলায় তোলা ছবি–ভিডিও সঙ্গে সঙ্গে অন্য ডিভাইস বা ওয়েবে দেখা নাও যেতে পারে
অনেক সময় অ্যাপ খুললেই তখন একসঙ্গে ব্যাকআপ শুরু হতে পারে
তবে ব্যাকআপ পুরোপুরি বন্ধ হবে না, শুধু আরও ব্যাটারিফ্রেন্ডলি হবে
এর ফলে ব্যাটারি সাশ্রয় হবে, আবার ব্যাকআপ বন্ধ করে দেয়ার ঝুঁকিও নিতে হবে না।
এতদিন গুগল ফটোসের ব্যাকআপ সেটিং মূলত ডেটা ব্যবহারের ওপর নির্ভরশীল ছিল ওয়াই-ফাই না মোবাইল ডেটা ইত্যাদি। কিন্তু ব্যাটারি সাশ্রয়ের জন্য আলাদা কোনও নিয়ন্ত্রণ ছিল না। নতুন এই ফিচার সেই ঘাটতি পূরণ করতে পারে। তবে ফিচারটি এখনো পরীক্ষাধীন। কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে পরীক্ষামূলক সংস্করণে এর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে শিগগিরই এটি ব্যবহারকারীদের হাতে পৌঁছাতে পারে।