বিজয় টিভিতে তৃণমূলের খবরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে

২৯৫

 

বিজয় টিভিতে এখন থেকে তৃণমূলের খবরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিজয় টিভির উপদেষ্টা সূফি ফারুক।

মঙ্গলবার রাজধানী ঢাকার বাংলামটরের রুপায়ন টাওয়ারে বিজয় টেলিভিশনের প্রতিনিধি সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বিজয় টিভির সাবেক চেয়ারম্যান চট্টলবীর খ্যাত মরহুম এবিএম মহিউদ্দীন চৌধুরী এবং বিজয় টিভির তিন প্রতিনিধির মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বিজয় টিভির নির্বাহী পরিচালক নায়লা বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, একাত্তর টেলিভিশনের চিফ প্ল্যানিং অ্যান্ড কনটেন্ট এডিটর নূর সাফা জুলহাস। প্রধান বক্তা ছিলেন বিজয় টিভির উপদেষ্টা ও তথ্য প্রযুক্তিবিদ সূফি ফারুক। বিজয় টিভির রিপোর্টার নিশরাত জেবিন নিশির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিজয় টিভির অনলাইন কনটেন্টের কনসালটেন্ট শামস বিশ্বাস, নিউজ রুম ইনচার্জ মান্দি ডি কস্তা, চিফ ভিডিও এডিটর আরিফ খান, প্রডিউসার মীর রনি। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like