বিদেশী ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় না আসে: রইছ উল আলম

১৩৭

কোন বিদেশী ট্রলার যেন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্ব দিতে হবে। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছ উল আলম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ , ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত সভায় ফিশিং বোট মালিকদের অভিযোগের প্রক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

বলেন, মৎস্য সম্পদের আহরণের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে সরকার বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এস এম রাশেদুল হসহ বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like