বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১৪৬ যাত্রীকে জরিমানা

১২৮

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১৪৬ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে ভাড়াসহ প্রায় ৮৫ হাজার টাকা আদায় করা হয়।

গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ৫টি ট্রেনে যাত্রীদের টিকিট চেক করা হয়। এ সময় বিনা টিকিটে ভ্রমণ করতে যাওয়া যাত্রীদের এ জরিমানা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. আনসার আলীর নেতৃত্বে অভিযানে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like