দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’। ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনের শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে। আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন!
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এটি দেখা যাবে শুধুমাত্র ‘জাগো এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসাথে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা।
প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপোড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে আলাদা আনুভূতি তৈরি করে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ।
নির্মাতা টিমের লক্ষ্য— শুধু বিনোদন নয়; এমন এক গল্প বলা, যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হালকা হাসি, আবার থাকবে সম্পর্কের কিছু গভীর প্রশ্নও।
ইতোমধ্যেই জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নাটকটির পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ভালোবাসার গল্পে নতুন মোড় দেখতে প্রস্তুত থাকুন—‘ইউ এন্ড মি ফরএভার’।