পুরনো সেই উন্মাদনা আর সানি দেওলের চেনা মেজাজে আবারও পর্দায় ফিরল ‘বর্ডার ২’। আর মুক্তির শুরুতেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসতে ভাসতে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।
গত শুক্রবার মুক্তির দিনেই ৩৫ কোটির ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ‘বর্ডার ২’। শনিবার সেই আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। তবে রবিবারের ছুটির দিনে প্রেক্ষাগৃহগুলোতে ছিল তিল ধারণের জায়গা নেই অবস্থা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রবিবার ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি।
সব মিলিয়ে তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ছবির সংগ্রহ ১১৫ কোটির বেশি। ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর সানি দেওল আবারও প্রমাণ করলেন, ‘মাস-এন্টারটেইনার’ হিসেবে তার বিকল্প আজও তৈরি হয়নি। তবে এবারের লড়াইয়ে সানি একা নন; ছবির উত্তাপ বাড়িয়েছেন বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ।
ছবিতে সানি দেওলকে দেখা যাচ্ছে এক অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়, আর তরুণ ব্রিগেডে যুক্ত হয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ‘বর্ডার ২’।
২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে এই ছবি। এমনকি অনেকের ধারণা, ছবির এই দাপট অব্যাহত থাকলে আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ডও বিপদে পড়তে পারে।