বিমানবন্দর এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার এক

রাজধানীর বিমানবন্দর গোলচত্বর থেকে ইয়াবাসহ রানা খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বিমানবন্দর গোলচত্বরের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা জানান, বিমানবন্দর গোলচত্বরে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

You might also like