বিমানবন্দর পার হওয়া ৩০টি স্বর্ণের বার উদ্ধার

১০৩

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার সকালে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড। কোস্ট গার্ড পূর্ব জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, কোনো একটি ফ্লাইটে নিয়ে আসা এসব স্বর্ণ বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। কোস্ট গার্ড সদস্যদের দেখে ব্যাগ ফেলে পালিয়ে যায় সে।এসব স্বর্ণ পরে কাস্টম হাউজে হস্তান্তর করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like