বিমানবন্দর রেলস্টেশনে ভাসমান জনগোষ্ঠীর টিকা কার্যক্রম
বেসরকারি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ব্র্যাকসহ আরও ৫টি সংগঠনের সহায়তায় সারা দেশে ভাসমান জনগোষ্ঠীর টিকা কার্যক্রম চলছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়। টিকা গ্রহীতার ভিড় থাকলে রাত ১০ টা পর্যন্ত কার্যক্রম চলবে। আজ ৫শ জনকে টিকা দেয়ার লক্ষ্য নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তাদের দেয়া হচ্ছে জনসন অ্যান্ড জনসনের টিকা।
গেল ৬ই ফেব্রুয়ারি থেকে দেশের ভাসমান জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু হয়। সেদিন কমলাপুর রেলস্টেশনে চলে এই টিকা কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় ২ লাখ ৮৫ হাজার এবং দেশের অন্যান্য এলাকায় ৩ লাখ ১৫ হাজার ভাসমান মানুষ টিকার আওতায় আসবে।