বিমান থেকে ঢাকায় নেমেই চাঁদপুরে গেছেন কৌশানী
কলকাতার আলোচিত চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। শিডিউল মোতাবেক গেল ২৭ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান কলকাতার এই চিত্রনায়িকা। পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে।
উঠতি চিত্রনায়ক শান্ত খানের নায়িকা হতে কলকাতা থেকে ঢাকায় নেমেই চাঁদপুরে গেছেন এই নায়িকা। ২৮ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হয়েছে সেখানে। ছবির পুরো টিম এখন সেখানে অবস্থান করছে।
এদিকে, নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন। শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার অভিনয় করতে দেখা যাবে।
এই নায়িকা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুটিং শেষ করেছেন। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক ও কলকাতা ছবির জনপ্রিয় নায়ক বনি সেনগুপ্ত।